ক্রীড়া প্রতিবেদক : এক যুগ পর বিশ্বকাপ ফিরছে দক্ষিণ এশিয়ায়। ২০১১ সালে ভারতের সহ-আয়োজক ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আঙিনায় বিশ্বকাপ ফেরায় এই অঞ্চলের মানুষ সেরার আসর নিয়েই শুরু করেছে জল্পনা-কল্পনা। এদিকে ভারতের মাটিতে বিশ্বকাপ বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা ক্রিকেটাররা এগিয়ে থাকবে মনে করেন রাহুল দ্রাবিড়। যদিও এ নিয়ে চিন্তিত নন তিনি ভারতের হেড কোচ।
আইপিএলের মধ্যে দিয়ে ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে এক যুগে। আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল ও বড় দলের পার্থক্য কমিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগটি। যদিও এসব নিয়ে একেবারেই বিচলিত নন ভারতের হেড কোচ। নিজ দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। এদিকে বিশ্বকাপের আগে ভারত এশিয়া কাপ মিশনের যাত্রা শুরু করবে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে পাঁচদিনের অনুশীলন করে রোহিত-কোহলিরা।
ক্রিকেটারদের শারীরিক পরীক্ষাও করা হয় এই ক্যাম্পে। এই ক্যাম্প হয়ে যাওয়ার পর ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্রাবিড় বলেন, ‘এই টুর্নামেন্টে বেশ ভালো কিছু দল আছে। তবে আমি মনে করি, ঘরের মাঠে খেলা হলে কিছুটা এগিয়ে থাকা যাবে, বিশেষ করে উপমহাদেশে। তবে শেষ ১০-১২ বছরে এখানে বড় পরিবর্তন হয়েছে। কেননা সবাই এখানে আসে এবং খেলে।’
‘বিশেষ করে আইপিএলের মতো আসর। যেখানে সবাই দুই মাসের জন্য আসে এবং কন্ডিশনে মানিয়ে নেয়। সুতরাং এটা ক্লোজ টুর্নামেন্টই হবে। এটা কঠিন এক আসর হতে যাচ্ছে। আমরা আত্মবিশ্বাসী, খুবই রোমাঞ্চিত। কোচ হিসেবে আমি একটু মোকাবেলা করতে মুখিয়ে আছি।’
বিশ্বকাপে স্বাগতিক ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। হট ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রোহিত শর্মাদের বিশ্বকাপ মিশন। চেন্নাইয়ের এমএ চিদাম্বারামে হবে ম্যাচটি। পরের ম্যাচ ১১ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। ১৫ অক্টোবর আহমেদাবাদে হবে দুই দলের লড়াই। এরপর একে একে অন্যদের বিপক্ষে খেলবে তারা।