ক্রীড়া প্রতিবেদক : ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আরও ৪০ দিন। এদিকে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। সব মিলিয়ে ব্যস্ত সময় শুরু হচ্ছে ক্রিকেটারদের। তবে সবার আগে বিশ্বকাপের জার্সি উন্মোচন করে দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে সিওও সালমান নাসির আজ লাহোরে পাকিস্তান দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছেন। জার্সির নাম রাখা হয়েছে ‘স্টার নেশন জার্সি’। জার্সির ডান পাশে একটি তারকা এবং পাকিস্তানের পতাকা রয়েছে।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে জাকা আশরাফ বলেন, ‘এই জার্সি পাকিস্তানের চেতনা ও দৃঢ়তার প্রতিনিধিত্ব করে কারণ তারা ইতিমধ্যেই ওয়ানডে ফরম্যাটে এক নম্বরে উঠে এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বুকে পাকিস্তানের তারকা এবং পতাকা রেখেছি যা আমাদের পরিচয়ের প্রতিনিধিত্ব করে। আমি আশাবাদী আমাদের দল ভারতে বিশ্বকাপ জিতবে।’
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্ব ক্রিকেটের মর্যাদার আসর ওয়ানডে বিশ্বকাপ। রবিন রাউন্ড লিগে হবে এবারের আসর। প্রত্যেকটি দল একবার করে মুখোমুখি ৯ দলের সঙ্গে।