আশাশুনি প্রতিনিধি
কৃষি কাজে ব্যবহার নিশ্চিত করতে সরকার কর্তৃক উপ বরাদ্দের ইউরিয়া সার আশাশুনি উপজেলার বুধহাটায় পৌছেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম থেকে সার বুধহাটায় এসে পৌঁছায়।
অক্টোবর মাসের উপ-বরাদ্দকৃত ইউরিয়া সারের মধ্যে মেসার্স শোভা এন্টারপ্রাইজ বুধহাটা ১৪ মে: টন, মেসার্স সুবর্ণা এন্টারপ্রাইজ বড়দল ১৪ মে:টন, মেসার্স আর আর কাদাকাটি ১৪ মে: টন এবং মেসার্স অগ্রণী ট্রেডার্স দরগাহপু ১৪ মে: টন সার নিয়ে ট্রাক বুধহাটায় এসেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সার আনলোড তদারকি করেন। পরে মেসার্স শোভা এন্টারপ্রাইজের দোকানে সার বিক্রয় তদারকি করেন।
বুধহাটায় উপবরাদ্দের ইউরিয়া সার পৌঁছেছে
Leave a comment