যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ‘যাচাই বাছাই’ সাপেক্ষে সব ধরনের পাসপোর্ট যাত্রী পারাপার শুরু হয়েছে।এতে ভোগান্তিতে থাকা ‘ভ্রমন’ ভিসার যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে চার দিনে পারাপার হয়েছে মোট ৭ হাজার ৪৩৮ জন যাত্রী। যা স্বাভাবিক সময়ের পারাপার হওয়া একদিনের যাত্রীর সমান।এসময় ২হাজার ৪৯৭ জন যাত্রী ভারত গেছে আর ভারত থেকে এসেছে ৪হাজার ৯৪১ জন যাত্রী জানিয়েছেন বন্দর পরিচালক।
সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে ‘যাচাই বাছাই’ করে সবধরনের যাত্রীদের পারাপার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফারুক হোসেন।
তিনি জানান, সম্প্রতি দেশে সহিংসতা হওয়ায় পাসপোর্ট যাত্রী পারাপারে কড়াকড়ি আরোপ করা হয়।এছাড়া অপরাধী ও আসামিরা যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে, সেজন্য বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
গত কয়েক দিন ধরে অলিখিত নির্দেশনায় ‘ভ্রমণ’ ভিসায় যাত্রী যাতায়াত নিরুৎসাহিত করা হচ্ছিল।তবে ‘মেডিকেল’ ও ‘বিজনেস’ ভিসায় যাত্রী পারাপারে কোন বাঁধা ছিল না।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, বৃহস্পতিবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত গেছেন ৬০৩ জন যাত্রী আর ভারত থেকে এসেছেন ১১৯০ জন।
শুক্রবার ভারত গেছেন ৬৬০ জন যাত্রী আর ভারত থেকে এসেছেন ১৩৫৯ জন।শনিবার ভারত গেছে ৪৯১ জন যাত্রী আর ভারত থেকে এসেছেন ১২১৩জন।
রোববার ভারত গেছেন ৭৫৩জন যাত্রী আর ভারত থেকে এসেছেন ১১৭৯ জন।
ইমিগ্রেশন ওসি ফারুক হোসেন বলেন,দেশের চলমান পরিস্থিতিতে ভারতে যাত্রী গমনাগমন কমেছে। তবে ফিরছে বেশি। ইমিগ্রেশনে সব ধরনের যাত্রী গমনাগমনে কোন বাঁধা নেই।’