বেনাপোল প্রতিনিধি : সোমবার বেলা আড়াইটার দিকে যশোরের বেনাপোল থেকে মালিকবিহীন অবস্থায় ১টি দেশীয় পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। যশোর ৪৯বিজিবির টহলদল কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত নওশার আলীর ছেলে কবির হোসেন এর বাড়ি তল্লাশি করে ছাদের উপরে ফুলের টপের মধ্যে থেকে পিস্তল-গুলি উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক মোঃ কবির হোসেন কৌশলে পালিয়ে যায়।