যশোর অফিস : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী ও ১৭০০ পিস ভারতীয় কসমেটিকসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।আটক আসামীরা হলো ঢাকার কেরানিগঞ্জের ফারজানা (৩৫), বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আল-আমিন গাজী (৩০), তুষার হোসেন (২৫)। সোমবার (১৯ ফেব্রয়ারী) বিকালে পোর্টথানা পুলিশ জানায়, ১৮ ফেব্রুয়ারি বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। ছোট আঁচড়া মোড়ে হাজী বিরিয়ানী হাউজের সামনে বেনাপোল-যশোর গামি পাকা রাস্তার উপর থেকে ভারতীয় ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের বটতলা মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৭০০ পিচ ভারতীয় কসমেটিক্সসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামতের মূল্য লক্ষাধিক টাকা। বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত জানান, আসামিদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।