যশোর অফিস : যশোরের বেনাপোলে অস্ত্র ও মাদক রাখার অপরাধে যশোরের একটি আদালত তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার স্পেশাল ট্রাইব্যুনাল ৮ এর বিচারক সুরাইয়া সাহাব এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন,বেনাপোলের সরবাংহুদা ঈদগাহ পাড়ার মৃত ছাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন ঘিবা গ্রামের এজবার বিশ্বাসের ছেলে সাজজুল ও সরবাংহুদা খাসপাড়ার শহীদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম। আলমগীর ও আনারুলের উপস্থিতিতে এ সাজা প্রদান করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আলতাফ হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর বিজিবির কাছে খবর আসে সিমান্ত এলাকা থেকে অস্ত্র ও মাদক নিয়ে একদল যুবক বেনাপোলের দিকে আসছে। এসময় বিজিবর একটি টি ঘিবা গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে উৎ পেতে থাকে। তিনটার দিকে তিনজনকে তিনটি বস্তা নিয়ে পশ্চিম দিক থেকে আসতে দেখে। এসময় বিজিবির সন্দেহ হয়। তাদেরকে থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে বিজিবি সদস্যরা আটক করে ,তাদের তল্লাসি করা হলে আলমগীর হোসেনের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১১ টি পিস্তল, ২২ টি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনারুলের বস্তা থেকে আট কেজী ও সাজজুলের বস্তা থেকে আরও ছয় কেজী গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর ব্যাটালিয়ান (৪৯) বিজিবি রঘুনাথপুর বিওপির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। ওই মামলাটি তদন্ত করে পোর্ট থানার এসআই রোকনুজ্জামান ওই তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।
বৃহস্পতিবার রায় ঘোষনার দিনে বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এ সাজা প্রদান করেন।