
খুলনা (৩১ জানুয়ারি)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপী গণসংযোগ ও প্রচার কার্যক্রমে বিএনপির ব্যবসাবান্ধব রাষ্ট্রগঠনের অঙ্গীকারের কথা তুলে ধরে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা–২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি ) সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন তিনি।
দিনের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে সাতটায় রূপসা মৎস্য আড়ৎ সমিতির উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে। এ সময় মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বিএনপি সবসময় ব্যবসা ও উদ্যোক্তাবান্ধব নীতিতে বিশ্বাস করে। একটি টেকসই ও স্বনির্ভর অর্থনীতি গড়তে ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। ব্যবসাবান্ধব বাংলাদেশ গড়াই বিএনপির অঙ্গীকার।”
এরপর তিনি রূপসা নতুন বাজার ও রূপসা চর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
আসর নামাজের পর আহসান আহমেদ রোড শিশু বিদ্যালয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন নজরুল ইসলাম মঞ্জু। সেখানে তিনি বলেন, “বিএনপি শিক্ষার গুরুত্ব ও মর্মার্থ বোঝে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশকে আলোকিত করাই আমাদের লক্ষ্য। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হবে সারাদেশে।”
মাগরিব নামাজের পর তিনি খুলনা কিন্ডারগার্টেন শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বলেন, “শিক্ষার নিয়ন্ত্রণ শিক্ষকদের হাতেই থাকা উচিত। দক্ষ ও দায়িত্বশীল শিক্ষকই পারে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে। শিক্ষার মান উন্নয়নে বিএনপি বদ্ধপরিকর।”
সন্ধ্যা সাতটায় খুলনা মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির এই প্রার্থী।
এর আগে দুপুর তিনটায় খুলনা–৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের আমন্ত্রণে ধানচালানি থানা এলাকার ফুলবাড়ী গেট এলাকায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পথসভা ও মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বিএনপির কোনো বিকল্প নেই। একমাত্র বিএনপিই পারে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে।” তিনি আরও বলেন, “দেশ ও জাতি গঠনে বিএনপির ভূমিকা অপরিসীম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও দেশ পরিচালনার দক্ষতা আজ প্রমাণিত।”
দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, পেশাজীবী, শিক্ষক, ব্যবসায়ী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং বিএনপির নির্বাচনী বার্তায় ব্যাপক সাড়া দেন।

