
জন্মভূমি ডেস্ক : প্রথমবারের মত ভারতকে হারানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। মিরপুরের হোম অব ক্রিকেটে দারুণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছেন রাবেয়া-মারুফারা। তাদের দারুণ বোলিংয়ে হারের মুখে আছে ভারতের মেয়েরা।
রবিবার মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করে ১৫২ রানের ছোটখাটো সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৯৪ রানে ৮ উইকেট।
ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারতের ব্যাটিং লাইনআপ। মারুফা আক্তারের করা দ্বিতীয় ওভারের শেষ বলে নিগার সুলতানার কাছে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ওপেনার স্মৃতি মান্ধারা। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় ভারত।
পাওয়ারপ্লে শেষের আগেই আরও দুই উইকেট হারায় ভারত। অষ্টম ওভারে মারুফার দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার প্রিয়া পুনিয়া। মুর্শিদার হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তার ২৭ বলে ১০ রানের ইনিংস। আর পাওয়ারপ্লের শেষ বলে নাহিদার বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন অধিনায়ক হারমানপ্রিত কৌর। ৫ রানেই থামে তার ইনিংস।
উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি স্বস্তিকা ভাটিয়া এবং জেমিমা রড্রিগেজ। রাবেয়া খানের জোড়া শিকারে প্যাভিলিয়নের পথ ধরেন দুজনেই। ব্যক্তিগত ১৫ রানে বোল্ড হয়েছেন স্বস্তিকা। আর মুর্শিদার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন জেমিমা। স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ তখন ৫ উইকেটে ৬১ রান।
এরপরেই ভারতের হয়ে হাল ধরেন দীপ্তি শর্মা এবং আমানজোত কৌর। তবে দলীয় ৯১ রানেই তিন উইকেট হারিয়ে বসে ভারত। মারুফা আক্তারের জোড়া আঘাতের পর অষ্টম উইকেটে দীপ্তি শর্মাকে আউট করেন নাহিদা।