জন্মভূমি ডেস্ক : ভারতে পাহাড়ি রাস্তায় চলার সময় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। শনিবার ভারতের তামিলনাড়ুর নীলগিরি জেলায় কুনুরের কাছে এমন ঘটনা ঘটে।
দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ওইসময় বাসটিতে মোট ৫৯ জন যাত্রী ছিলেন। বাসটি কুনুর থেকে তিনকাশি যাচ্ছিল।
জানা গেছে, পাহাড়ি রাস্তা দিয়ে বেশ দ্রুতগতিতেই চলছিল বাসটি। সেই সময় একটি বাঁকের মুখে স্টিয়ারিং ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটি সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে উপর থেকে খাদে পড়ে যায়। বীভৎস জোরে আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন। তারা দেখেন, খাদের মধ্যে একটি যাত্রীবোঝাই বাস পড়ে আছে। তারাই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান। পরে উদ্ধারকারী বাহিনী আসে। তবে প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারের কাজ বারবার ব্যাহত হয়।
খবরে বলা হয়েছে, দড়ি দিয়ে খাদ থেকে তুলে আনা হয় আহতদের। তারপর উদ্ধার করা হয় মৃতদেহগুলো।
স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মনে করা হচ্ছে, বাসচালকের দোষেই এই দুর্ঘটনা ঘটেছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিহতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন। এর পাশাপাশি তাদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি সাহায্যের ঘোষণা দিয়েছেন।