জন্মভূমি ডেস্ক : বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে ভিয়েতনাম থেকে মোংলা বন্দরে এসেছে বিদেশি জাহাজ এম ভি এভার ভেনটেজ। আজ মঙ্গলবার (০৪ জুলাই) বেলা ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। দুপুর ২টা থেকে জাহাজের পণ্য খালাসের কাজ শুরু হবে। পাশাপাশি খালাস করা মালামাল নদীপথে নেয়া হবে বঙ্গবন্ধু রেল সেতুর ডিপোতে।
বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে গত ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি এভার ভেনটেজ। জাহাজটি মঙ্গলবার বেলা ১১টায় মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেল সেতুর এক হাজার ৯৫২ দশমিক ৪৪২ মেট্টিক টন ওজনের ২৩৯ প্যাকেজ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী এসেছে। দুপুর ২টা থেকে জাহাজের এ পণ্য খালাসের কাজ শুরু হবে। এরপর মালামালগুলো নৌযানে করে নদীপথে নেয়া হবে বঙ্গবন্ধু রেল সেতুর ডিপোতে। জাহাজ থেকে মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন।
এর আগে গত ১৭ মে এম ভি সান ইউনিটি, ৫ মার্চ এম ভি হাইডং-০৯ ও ২১ফেব্রুয়ারি এম ভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল।