
সাতক্ষীরা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, মার্কিনীদের ভিসা নীতি বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোন অন্তরায় হতে পারে না। বিদেশী রা কোন দলকে ক্ষমতায় বসানো চায়না। তারা চায় দেশে একটি অবাধ সুষ্ঠু পক্ষ নির্বাচন।
তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচন মুখি, নির্বাচন আসায় সারা দেশে একটি উৎসব শুরু মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচন মুখিই বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের অবস্থানের জন্য মিছিল মিটিং করবে এটা স্বাভাবিক। সরকারের পক্ষ থেকে কোনো রকম বাধা-বিপত্তি দিচ্ছে না পুলিশ।
তিনি বলেন দেশে অভৃতপূর্ব উন্নয়ন হয়েছে। মানুষ এখন উন্নয়নের সুফল পাচ্ছে। এজন্য জনগন সরকার পক্ষে রায় দিবে উল্লেখ করে মন্ত্রী বলেন,তারা আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা আনবে।
তিনি বলেন বিএনপি আন্দোলন সংগ্রামের নামে জ্বালাও পোড়াও সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে প্লে গ্রাউন্ডে উদ্বোধন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এসব কথা বলেন।
এ সময় পুলিশের খুলনা বিভাগের রেঞ্জ ডিআইজি মাইনুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির ,পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান সহ পুলিশের উদ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার যোগে সাতক্ষীরায় আসেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাতক্ষীরা পুলিশ লাইনে গার্ড আপনার প্রদান করা হয়। মন্ত্রী পরে বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা র নলতায় আওয়ামীলীগ আয়োজিত একজন জনসভায় বক্তব্য রাখবেন।