ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমীতে শনিবার সরকারি ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আমেনা খানম, সরকারি ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সাংস্কৃতিক একাডেমীর সভাপতি আনোয়ার হোসেন বাবলু প্রমুখ। সভাপতিত্ব করেন, সরকারি ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন ছাত্রীরা।