
জন্মভূমি ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকার পাড়ার লালন শাহের ছেলে আকরাম হোসেন (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুর ১টার সময় ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ভেড়ামারা থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকার পাড়ার হাসিবুল ও তানজিলসহ বেশ কয়েকজন একই এলাকার লালন শাহের ছেলে আকরাম হোসেন ডেকে নিয়ে যায়। পরে তাকে চুরির অভিযোগ দিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়ে আহত করে। সংবাদ পেয়ে আকরামের বাবা-মা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে রাতে আকরাম হোসেন মারা যায়। সংবাদ পেয়ে ভেড়ামারা থানার এসআই আবুল বাসার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জহির বলেন, আকরাম হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তরা পালিয়ে গেছে। তবে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। এ ঘটনার প্রেক্ষিতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে এলাকাবাসী।