ভেড়ামারা প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলা অডিটোরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।
কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাথেস, নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিইএ এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, পৌর মেয়র আনোয়ারুল কবীর টুটুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ। পরে ভেড়ামারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তির মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন।
ভেড়ামারায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ
Leave a comment