জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে মসুর ডাল, খোলা সয়াবিন তেল, পাম অয়েল, এলএনজি, সার এবং পেট্রোলিয়াম তেল কেনার জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতি গ্রহণ করেছে। এই ক্রয় সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে, যা অনুষ্ঠিত হয়েছিল বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, “আমরা দ্রুত প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করার অনুমোদন দিয়ে থাকি। আজকের বৈঠকে মসুর ডাল, সয়াবিন তেল, এলএনজি, সার এবং অন্যান্য পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক মুদ্রণের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা শিগগিরই জানুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক মুদ্রণ শেষ করতে চাই, তবে সবগুলো বই একসাথে মুদ্রণ করা সম্ভব নাও হতে পারে।”বৈঠকে জানানো হয় যে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১০ হাজার টন মসুর ডাল, ৩৮ লাখ ১০ হাজার লিটার সয়াবিন তেল এবং ১ লাখ ১০ হাজার লিটার পাম অয়েল কিনবে।
মসুর ডাল: রাজশাহীর নাবিল নবা ফুডস লিমিটেড থেকে ১০ হাজার টন মসুর ডাল কিনবে টিসিবি। প্রতি কেজি মসুর ডাল দাম নির্ধারণ করা হয়েছে ৯৫ টাকা ৯৭ পয়সা। এতে মোট ব্যয় হবে ৯৫ কোটি ৯৭ লাখ টাকা।
সয়াবিন তেল: এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে ৩৮ লাখ ১০ হাজার লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি। প্রতি লিটার তেলের দাম ১৪০ টাকা ধরা হয়েছে, যার মোট ব্যয় হবে ৫৩ কোটি ৩৪ লাখ টাকা।
পাম অয়েল: ১ লাখ ১০ হাজার লিটার পাম অয়েলও একই কোম্পানি থেকে কিনবে টিসিবি। প্রতি লিটার পাম অয়েলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যার মোট ব্যয় হবে ১৪৩ কোটি টাকা। অন্যদিকে, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করবে বাংলাদেশ অয়েল গ্যাস অ্যান্ড পেট্রোলিয়াম করপোরেশন (পেট্রোবাংলা)। সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেড ৭০৮ কোটি ৫৫ লাখ টাকার বিনিময়ে ১৫.০২ ডলার প্রতি এমএমবিটিইউ দরে এলএনজি সরবরাহ করবে।
এছাড়া, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) থেকে ৬ লাখ টন মুরবান ক্রুড পেট্রোলিয়াম আমদানি করবে, যার মূল্য ৫ হাজার ২০৮ কোটি ৩৬৪ লাখ টাকা। এছাড়া, পরিশোধিত পেট্রোলিয়াম আমদানির জন্য ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর অ্যান্ড কোং ওকিউ ট্রেডিং লিমিটেড, দুবাই থেকে ১ হাজার ৭০ কোটি ১৬৪ লাখ টাকার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
এছাড়া, কৃষি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সার আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২২৩ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার কিনবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) মরক্কোর ওসিপি থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার এবং মরোক্কা থেকেই ২৫২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করবে। পাশাপাশি, ‘প্রোডিন্টর্গ’ নামে একটি কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করবে বিএডিসি।
এছাড়া, শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের জন্য পাঠ্যপুস্তক মুদ্রণ এবং সরবরাহের জন্য চুক্তি অনুমোদন দিয়েছে কমিটি।
ভোজ্য তেল, এলএনজি, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনবে সরকার
Leave a comment