
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদে অবৈধ বেহেন্দী জাল দিয়ে মাছ ধরার অপরাধে আব্দুস সালাম (৬০) ও আসলাম মৃধা (১৭) নামে দুই জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম সোমবার রাতে প্রত্যেকে দশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জেলে আব্দুস সালাম পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের মৃত খবির উদ্দিনের পুত্র ও আসলাম একই গ্রামের আনোয়ার মৃধার পুত্র।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে বলেশ্বর অবৈধ বেহেন্দী জাল পেতে দীর্ঘদিন ধরে মাছ শিকার করে আসছিল। জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময় মাইকিং সহ জেলেদের নিয়ে সভা করলেও তারা বিধি নিষেধ উপেক্ষা করে বলেশ্বর নদে অবৈধ জাল দিয়ে রেনুপোনাসহ বিভিন্ন প্রজাতির নিধন করে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক ও তাদের ৫টি বেহেন্দী এবং দুই ট্রলার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত আটক দুই জেলের প্রত্যেকে দশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

