মঠবাড়িয়া প্রতিনিধি: মাদক-সন্ত্রাস-ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ১০ ডিসেম্বর মঙ্গলবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়েত ইসলামী, ইসলামি আন্দোলন, গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শামীম মৃধা, সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, উপজেলা জামায়াতে ইসলামির আমির আঃ জলিল শরীফ, উপজেলা জামায়াতের রাজনৈতিক এবং নির্বাচনী সেক্রেটারী আবুল কালাম আজাদ, মডেল মসজিদের ইমাম মুফতী শাহীন আলম, গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা এ বি এম ইদ্রিস ও মঠবাড়িয়া বাজার বনিক সমিতির সভাপতি শামসুল আলম খোকা প্রমুখ। এছাড়া উন্মুক্ত আলোচনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধীনজরা তাদের মতামত তুলে ধরেন।