
শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ঘরনলী খালের নব্যতা হারিয়ে যাওয়ায় বছরের পর বছর অনাবাদি থাকে প্রায় চার হাজার একর জমি। এছাড়া শুকনো মৌসুমে পানির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হয় কয়েক হাজার গ্রামবাসীর। এলাকাবাসীর দুর্ভোগ লাঘব ও ফসলী জমি চাষাবাদের সুবিধার্থে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড সাপলেজা ইউনিয়নের ঘরনলীশাখা খালের প্রায় দুই কিলোমিটার খনন কাজ শুরু করেন। কিন্তু এলাকার কতিপয় লোকের বাঁধার মুখে খাল খনন কাজ বন্ধ হয়ে যায়। এর প্রতিবাদে প্রায় পাঁচ শতাধিক বিক্ষুব্দ কৃষক ও এলাকারবাসী শনিবার সকালে চরকগাছিয়া-তাফালবাড়িয়া সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন। মানবন্ধনে খাল খনন কাজে বাঁধা দানের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সমাজ সেবক জাকির দর্জি, কৃষক হারুন অর রশিদ দফাদার, জসিম হাওলাদার, শহীদুল ইসলাম চাপরাশী, মোঃ বাদল মিয়া ও শংকর মিত্র প্রমুখ। এসময় বক্তরা বলেন, চরকগাছিয়া-তাফালবাড়িয়া এলাকার ঘরনলী খাল ভরাট হয়ে যাওয়ায় জলবদ্ধতার কারণে প্রতি বছর প্রায় চার হাজার একর জমি অনাবাদি থাকে। অপর দিকে শুকনো মৌসুমে পানির অভাবে দুর্ভোগ পোহাতে হয় কয়েক হাজার গ্রামবাসীর। কৃষক শংকর মিত্র জানান, কৃষক ও এলাকাবাসীর দুর্ভোগের কারণে পানি উন্নয়ন বোর্ড এ খাল খননের কাজ শুরু করেন। কিন্তু কতিপয় লোক এতে বাঁধা দিচ্ছেন। যদি খাল খনন কাজ বন্ধ হয়ে গেলে এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হবে।

