মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পালিয়ে যাওয়া আসামি হোসেন ফরাজীকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পটুয়াখালী জেলার বাউফলের আধাবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হোসেন ফরাজী উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের আঃ কাদের ফরাজীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি থানা পুলিশ একটি মামলায় হোসেন ফরাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত থেকে পিরোজপুর কারাগারে নেয়ার সময় চরখালী ফেরিঘাট এলাকা থেকে আসামি হোসেন ফরাজী সুকৌশলে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মঠবাড়িয়া থানার ওসি আসিকুজ্জামান (পিপিএম সেবা) এর নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম ও এসআই মোঃ শাহিনুর ইসলাম সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাউফল থানা পুলিশের সহায়তায় বাউফলের আধাবাড়িয়া এলাকা থেকে তাকে ফের গ্রেপ্তার করেন।
মঠবাড়িয়া থানার ওসি আসিকুজ্জামান (পিপিএম সেবা) জানান, গ্রেপ্তারকৃত হোসেন ফরাজীকে মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত হোসেন ফরাজীর নামে মঠবাড়িয়া সহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
মঠবাড়িয়ায় পালাতক আসামী গ্রেপ্তার
Leave a comment