
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার দুপুরে বজ্রপাতে ফসলের মাঠে হোসনে আরা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার নলী জয়নগর এলাকার আব্দুস ছালাম খলিফার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসনে আরা বেগম শনিবার দুপুরের বাড়ির পাশে ফসলী মাঠে মুগডাল তোলতে যায়। হঠাৎ আকাশে মেঘ হয়ে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে দুপুর ২টার দিকে এক বজ্রপাতে হোসনে আরা মাটিতে লুটিয়ে পড়ে। পরে মাঠে কাজ করতে যাওয়া অন্যন্যা কৃষকরা হোসেনে আরার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
মঠবাড়িয়া থানার ডিউটি অফিসার এসআই কাজী গোলাম সরোয়ার বজ্রপাতে গৃহবধূ নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, দুপুর ২টার দিকে হঠাৎ বজ্রপাতে ওই গৃহবধূ নিহত হয়।