মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে ধর্ষক সজল সহ অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামী একটি মামলা দায়ের করেছেন। থানা পুলিশ মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর ডাক্তারী পরিক্ষার জন্য পিরোজপুরে সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করেছেন। অভিযুক্ত সজল (২০) পশুরিয়া গ্রামের মৃত সাগর মিয়ার পুত্র।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার পশুরিয়া গ্রামের মৃত সাগর মিয়ার পুত্র সজলের বাড়ি ওই স্কুল ছাত্রীর পাশর্^বর্তী এলাকায়। যার ফলে ওই ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে সজল প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিত। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রোববার রাত এগারটার দিকে সজল ওই ছাত্রীকে বিয়ের কথা বলে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সজল তার বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ শেষে সকালে ওই স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এঘটনায় ওই ছাত্রী বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে এবং বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। এদিকে ঘটনার পর থেকে বখাটে যুবক সজল পলাতক রয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ধর্ষণের ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামী গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যহত আছে।
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ : থানায় মামলা
Leave a comment