
মঠবাড়িয়া প্রতিনিধি : ঘূর্ণিঝড় পূর্ব, চলাকালী ও ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় নিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র (সিপিপি) আয়োজনে সিপিপি’র স্বেচ্ছাসেবকদের দুই দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ২রা ডিসেম্বর সোমবার শেষ হয়েছে। ১লা ডিসেম্বর রোববার উপজেলা পরিষদ মিলায়তনে মঠবাড়িয়া পৌরসভা ও সদর ইউনিয়নের ৪০ জন নারী-পুরুষ স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়। দুই দিন ব্যাপী স্বেচ্ছাসেবক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে স্বেচ্ছাসেবকদের মাঝে ঘূর্ণিঝড় সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন উপজেলা সিপিপি কর্মকতা মোঃ আরাফাতুল ইসলাম ও উপজেলা সিপিপি’র টিম লিডার মোঃ ইকবাল হোসেন। এছাড়া সমাপনী দিনে স্বেচ্ছাসেবকদের মাঝে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম। এসময় প্রধান অতিথি বলেন পিরোজপুর জেলায় একমাত্র মঠবাড়িয়াতেই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র (সিপিপি) কার্যক্রম চলমান। আমরা বিগত দিনে দেখিয়ে যে কোন দুর্যোগেই সিপিপি’র স্বেচ্ছাসেবকরা দ্রুত এগিয়ে আসেন এবং তারা নিঃস্বার্থ ভাবে সেবা দিয়ে যান। ভবিষ্যতেও সিপিপি’র স্বেচ্ছাসেবকরা বিগত দিনের মতো কাজ করে যাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।