মনিরামপুর প্রতিনিধি : অবশেষে পুলিশ যশোরের মনিরামপুরে চন্ডিপুর গ্রামের সেই জুয়ার আসরে হানা দিয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ওই জুয়ার আসরে অভিযান চালিয়ে বোর্ডের প্রধান সমন্ব^ায়ক ইউপি সদস্য যুবলীগ নেতা মাহাবুবুর রহমান সহ ১০ জুয়াড়িকে আটক করে। এসময় সেখান থেকে পুলিশ নগদ প্রায় ছয়লাখ টাকা, আট লিটার চোলাই মদ ও জুয়া খেলার সরঞ্জামাদী জব্দ করেন। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে জুয়া ও মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে তাদেরকে আদালতে চালান দেয়। এ দিকে জুয়ার বোর্ডে পুলিশের হানা ও জুয়াড়িদের গ্রেফতারের খবরে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আশেক সুজা মামুনের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে চন্ডিপুর গ্রামের শেখপাড়ার একটি বাড়িতে চলা জুয়ার আসরে অভিযান চালানো হয়। তবে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর কোন সদস্যকে এ অভিযানে নেওয়া হয়নি। অভিযানে এ সময় সেখান থেকে আটক করা হয় জুয়ার আসরের প্রধান সমন্বায়ক ইউপি সদস্য যুবলীগ নেতা মাহাবুবুর রহমানসহ ১০ জুয়াড়িকে। অন্যরা হলো চন্ডিপুর গ্রামের রোস্তম আলী ছেলে আবদুল হামিদ, হানুয়ার গ্রামের ইয়ামিন সরদারের ছেলে আবদুস সালাম, মনিরামপুর পৌরশহরের মোহনপুর পশ্চিমপাড়ার মুজিবুর রহমানের ছেলে রিপন, মহসীন সরদারের ছেলে লিটন, ঝিকরগাছা উপজেলার জাফরনগর গ্রামের নূর ইসলামের ছেলে সোহাগ হোসেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলাটুপি গ্রামের ইব্রাহীম গাজীর ছেলে রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মোজাহার বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস, পালবাড়ী এলাকার জামাত আলীর ছেলে রবিউল ইসলাম এবং খুলনা সদর উপজেলার বাঘমারা গ্রামের নরেশ রায়ের ছেলে স্নেহাংশু রায়। এ সময় ওই আসর থেকে জব্দ করা হয় নগদ পাঁচ রাখ ৮৫ হাজার ৩১০ টাকা, আট লিটার চোলাই মদ ও জুয়া খেলার সরঞ্জামাদি। এ ব্যাপারে এসআই আবদুল হান্নান বাদি হয়ে আটককৃততের বিরুদ্ধে জুয়া ও মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতে চালান দেওয়া হয়।