জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানান অনিয়ম ও সহিংসতার অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের স্থগিত করা একটি কেন্দ্রের ভোট ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউলয়াল এ তথ্য জানান।
ইসির নির্বাচনি শাখার একটি সূত্র জানিয়েছেন, ভোটগ্রহণের দিন রোববার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিপত্তি বাধে তখন, যখন এ কেন্দ্রের ফলাফলের ওপর নির্ভর করছে; কে হবেন বিজয়ী। কারণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে থাকা প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোটের পার্থক্য খুব বেশি নয়। ফলে, এক কেন্দ্রের অনিয়মে আটকে আছে ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল।
সিইসি বলেন, ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। এ আসনে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন একজন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫২ হাজার ২১১ ভোট পান। ভোটের ব্যবধান ৯৮৫। স্থগিত কেন্দ্রে ভোট রয়েছে তিন হাজার ৯৩২টি। ফলে, ওই একটি কেন্দ্রের ভোটগ্রহণ করা হবে ১৩ জানুয়ারি।