
জন্মভূমি রিপোর্ট
মশার উপদ্রব থেকে রক্ষা পেতে ৬ দফা সুপারিশ করেছে খুলনা নাগরিক সমাজ। সোমবার (২৮ মার্চ) বেলা ১টায় তারেরপুকুর সংলগ্ন ৫০/৩ হাজী মেহের আলী রোডস্থ সংগঠনের সদস্য সচিবের চেম্বারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।
সংবাদ সম্মেলনে ৬ দফা সুপারিশের মধ্যে রয়েছে (১) ড্রেন পরিস্কার ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা; (২) মশার সম্ভাব্য প্রজনন স্থানসমূহ চিহ্নিতকরণপূর্বক ধ্বংসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; (৩) মশা বৃদ্ধির মওসুমের শুরুতেই পর্যাপ্ত ওষুধ ছিটানোর ব্যবস্থা; (৪) পর্যবেক্ষণ অনুযায়ী মশা মারার কাজে ব্যবহৃত ওষুধ অনেকাটাই অকার্যকর বিধায় উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধের ব্যবহার; (৫) ওষুধ ক্রয়, সংরক্ষণ, ব্যবহারের সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চতকরণ, দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; (৬) মশা নিধন কার্যক্রম পরিচালনা, ড্রেন পরিস্কার, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে অবহেলা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। এছাড়াও নগরবাসীকেও এ ব্যাপারে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমানে খুলনা মহানগরীতে মশার উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। ফলশ্রুতিতে, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হওয়া ও ব্যবসা-বাণিজ্য পরিচালনায় মারাত্মকভাবে বিঘœ ঘটছে। সর্বোপরি নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা প্রচ-ভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে বাড়ছে মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ খুবই অপ্রতুল। মশার উপদ্রব ঠেকাতে কর্তৃপক্ষের প্রয়োজনীয় পরিকল্পনা, পূর্ব প্রস্তুতি এবং আপাতত দৃষ্টিতে আন্তরিকতা ইত্যাদির অভাবের কারণে সমস্যা প্রকট হয়ে উঠেছে।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা নাগরিক সমাজের সদস্য যথাক্রমে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, কেএইচ ফাউন্ডেশনের খ ম শাহীন, অ্যাড. আ ফ ম মোস্তাকুজ্জামান মুক্তা, মীর মানিক, অ্যাড. আরিফিন কবির, হাফিজুর রহমান প্রমুখ।