
জন্মভূমি ডেস্ক : আগামীকাল ২১ ফেব্রুয়ারি (বুধবার) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল কর্মসূচি গ্রহণ করেছে।
॥ মহানগর আওয়ামী লীগ ॥
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, ২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। অত:পর প্রভাত ফেরি। প্রভাত ফেরী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সকল কর্মসূচিতে দলের সকল স্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
॥ জেলা আওয়ামী লীগ ॥
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নগরীর শহীদ হাদিস পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ। একুশে ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টায় সংগঠনের জেলা কার্যালয়সহ জেলার আওতাধীন সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৭টায় কালো ব্যাজ ধারণ, ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
॥ খুলনা বিশ^বিদ্যালয় ॥
সকাল সাড়ে ৬টায় শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোপতাকা উত্তোলন, এর পরপরই কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা, সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্বালন। এছাড়াও বিকাল ৪টা থেকে ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
॥ খুলনা প্রেসক্লাব ॥
আজ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। আগামীকাল ২১ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা। ক্লাবের সকল সদস্য ও অস্থায়ী সদস্যদেরকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
॥ খুলনা বিএনপি ॥
সোমবার বিএনপির মিডিয়া সেল প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় কেডি ঘোষ রোডস্থ দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে দলীয় নেতা-কর্মীরা। ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত এবং একুশের প্রথম প্রহরে (১২.০১ মিনিটে) শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে নেতা-কর্মীরা। আগামীকাল ২১ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল। মহানগর ও জেলা বিএনপির কর্মসূচি সফল করতে মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
॥ নগর যুবলীগ ॥
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ১৯৫২ সালের এই দিনে পুলিশের গুলিতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এই উদ্দেশ্যে নেতা-কর্মীদের আজ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১১টার মধ্যে দলীয় কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। এছাড়াও আগামীকাল ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল সাতটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও তার পরপরই মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রভাত ফেরী ও আলোচনা সভায় অংশগ্রহন। উপরোক্ত কর্মসূচি সফলে মহানগর, থানা ও ওয়ার্ড যুবলীগর নেতা-কর্মীদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।