
জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তৃতা করেন মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন ৭১’র মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সংগঠক। বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি সকল সংগঠনকে পরিচালিত করতেন। নিজের সন্তানের সুখের কথা চিন্তা না করেই তিনি সংসারের অর্ধেক টাকা সংগঠনের পেছনে খরচ করেছেন। তিনি সব সময় বঙ্গবন্ধুকে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতেন। তিনি আরো বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব নিজে স্ব-শরীরে যুদ্ধ না করলেও বিভিন্নভাবে তিনি মুক্তিযোদ্ধাদের পৃষ্ঠপোষকতা করেছেন। তিনি জীবনের অধিকাংশ সময়ই স্বামীর সান্নিধ্য থেকে বঞ্ছিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মহানগর দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. জাহাঙ্গীর আলম, এ্যাড. মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, নূরিনা রহমান বিউটি, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, শেখ আবিদ উল্লাহ, চ. ম. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, মো. জাকির হোসেন, মুন্সি সেলিম হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, মো. আজম খান, সরদার আব্দুল হালিম, মো. শিহাব উদ্দিন, এম এ নাসিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শোকসভা শেষে বেগম ফজিলাতুন নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম ও হাফেজ আব্দুর রহীম।