
বিজ্ঞপ্তি : নগর মহিলা শ্রমিক লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বাদ-মাগরিব দলিয় কার্যালয়ে এক আলোচনা-সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া ও সাধারন সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ঝুমুর বেগম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুমা আক্তার রানী।
সভায় প্রধান অতিথি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শেখ হাসিনার সরকারের অভাবনীয় উন্নয়নে আজকে দেশের চিত্র পাল্টে গেছে। এই সরকার সকল পর্যায়ের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ঠ। বঙ্গবন্ধুর স্বপ্ন দূর্নীতিমুক্ত, শোষনহীন, সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়তে তার সুযোগ্য কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার, মুকুটমনি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হোক প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ।
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মল্লিক নওশের আলী, মো: শিহাব উদ্দিন, মো: আব্দুর রশিদ শিকদার, মো: মনির হোসেন, আলমগীর মল্লিক, সঞ্জয় কর্মকার, আফজাল হোসেন, মো: নুর ইসলাম, প্রশান্ত কুমার রায়, মাজেদা বেগম, রেশমা বেগম, নাসিমা বেগম, মনিরা বেগম, সনিয়া বেগম, মুক্তা, নাসরিন বেগম, লাইলি বেগম, মনোরা বেগ, পারভিন বেগম, সুমা, রহিমা, হনুফা, ছন্দা, সেলিম ফরাজী, খোকন শীল কুটি, মো: কামাল, সাজু শিকদারসহ বিভিন্ন প্রমুখ নেতৃবৃন্দ।
অপরদিকে মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো: শরিফ মোর্ত্তজা আলী দুর্ঘটনায় আহত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা কামনা করে মহান সুষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা হয়।