মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুস সর্দারগং এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে পাকা দালান নির্মাণের অভিযোগ করেছে একই গ্রামের বাদী পক্ষের ছেলে নিজামউদ্দিন।
মামলা সূত্রে ও এলাকাবাসির কাছ থেকে জানা যায়, ৩৪নং হুদা কুশাডাঙ্গা মৌজার ৫৭ শতক জমির উপর বাদী ও বিবাদী উভয় পক্ষের বসবাস ছিল। এমতাবস্থায় সুনির্দিষ্ট কোন বণ্টন না থাকায় সুচতুর আব্দুল কুদ্দুস সর্দারগং জোরপূর্বক ৪৩ শতক মালিক কোহিনূর বেগমের দখলকৃত জমিতে পাকা ঘর নির্মাণের পায়তারা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহায্যে ব্যার্থ হয়ে। ২০২২ সালের ২২ মে একই গ্রামের উপরোল্লিখিত আব্দুল কুদ্দুস সর্দারগং দ্বয়ের বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে একটি দেওয়ানী মামলা দ্বায়ের করে কোহিনুর বেগম। আদালত মামলাটি আমলে নিয়ে সরজমিন তদন্তপূর্বক শুনানি শেষে ২০২২ সালের ১৪ নভেম্বর উভয় পক্ষকে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বাজায় রখার নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমির উপর আব্দুল কুদ্দুস সর্দারগং পাকা দালান নির্মাণ করছে। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহণের জন্য আদালতের নিকট জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীসহ এলাকার সুশীলসমাজ।