মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে আর্দশ শিক্ষক ফেডারেশন এর উদ্দোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল১০ টার সময় মহেশপুর জেলাপরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আর্দশ শিক্ষক ফেডারেশন এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল এ. বি. এম ফজলুল করিম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মোঃ আবু বকর ,ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই সহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ। বক্তরা বলেন ২০২৪ এ ফ্যাসিষ্ট হাসিনা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা কে ধ্বংস করে পালিয়ে গেছে। তিনি এই আর্দশ শিক্ষক কে দিয়ে অনৈতিক কাজ বার বার করে নেওয়ার চেষ্টা করেছে। সেখানে যে অর্দশবান শিক্ষক অংশ নিতে চাইনি তাদের কে বিভিন্ন মামলা হামলা জেল জুলুম এমন কি চাকুরী চ্যুতি পর্যন্ত করা হয়েছে। সেই অবস্থা থেকে আল্লাহর রহমতে আমরা ২য় স্বাধীনতা পেয়েছি তবে স্বাধীনতার সুফল এখনও ভোগ করতে পারিনি । আমরা চায় আমাদের নায্য দাবী গুলো এই সরকার পূরণ করবে । আমরা বলতে চায় আগামীদিন এই দেশে যারা নেতৃত্বে আসবে তারা ইনছাফ ও ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। পরে মোঃ খায়রুল বাশার কে সভাপতি ও নেছার উদ্দিন কে সম্পাদক করে মহেশপুর উপজেলা আর্দশ শিক্ষক ফেডারেশন এর কমিটি ঘোষনা করা হয়।
মহেশপুরে আর্দশ শিক্ষক ফেডারেশন এর শিক্ষক সমাবেশ
Leave a comment