মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আবুল কাশেম রোববার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় যশোর হাসপাতালে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৮০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,ছেলে ও মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বিকালে সেজিয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা ফায়জুর ইসলাম চৌধরী, রবিউল আওয়াল, কাজি আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মিকাইল হোসেন, রাধারমন পাল, আব্দুর রহমান, মোশারেফ হোসেন, আলী হোসেন, চেয়ারম্যান সামছুল আলম মৃধা, বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, রবিউল হোসেন, বেলায়েত হোসেন, সামসুল হক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রাজেদুল ইসলাম রাজা প্রমুখ।
এর পূর্বে সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের কফিনে পুস্পমাল্য অর্পণ করেন।