মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল সোমবার বিকালে মহেশপুরের সস্তার বাজারে দলীয় নেতা-কর্মীদের সাথে কুশোল বিনিময় ও গণ-সংযোগ করেন। এ সময় বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা উপস্থিত হন সস্তার বাজারে। পরে সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল দলীয় নেতা-কর্মীদের নিয়েই বাজারে গণ-সংযোগ শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাটিমা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য রাজু আহাম্মেদ, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, মন্টু মিয়া, যুবলীগের সাবেক সভাপতি কাবিল হোসেন, ওয়ার্ড আলীয়ার রহমান, বজলুর রহমান, আইনাল হোসেন প্রমুখ। পরে সন্ধ্যায় নাটিমা বাজারে গণ-সংযোগ করেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।