
জন্মভূমি ডেস্ক : শালিখা উপজেলা হরিশপুর পশ্চিম পাড়া গ্রাম থেকে বিদেশী অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, মো. ইয়াসির আরাফাত (১৯) জিসান মোল্ল্যা (১৯) মাহিম খান মিরাজকে (১৮) আটক করা হয়।
এরমধ্যে ইয়াসির অরাফাত ও জিসান যশোর জেলার বাঘার পাড়া উপজেলার খানপুর গ্রামের মো. শাহিনুর রহমান ও সাইফুল মোল্ল্যার ছেলে। এছাড়া মাহিম পাইক পাড়া গ্রামের মহব্বত আলী খানের ছেলে।
সোমবার (৩ জুলাই) দুপুরে হরিশপুর খেয়ার ঘাট এলাকা থেকে ওই তিন যুবককে আটক করা হয়।
স্থায়ীরা জানান, হরিশপুর খেয়া ঘাটের পাশে একটি নির্জন বাগানে ওই তিন যুবক মাদক সেবন করছিল। টের পেয়ে স্থানীয় লোকজন মোবাইলে শালিখা থানায় পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে আটক করে। পরে ইয়াসির আরাফাতের শরীর তলাশি করে একটি বিদেশী অস্ত্র, এক রাউন্ড গুলি একটি ম্যাগজিন উদ্ধার করে।
শালিখা থানার ভারপ্রাপ্ত ওসি মোশারাফ হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর খেয়া ঘাট এলাকা থেকে গুলি একটি বিদেশী অস্ত্রসহ তিন যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে শালিখা থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।