মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা শিল্পকলা একাডেমী ১৫ জন গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে আছাদুজ্জামান মিলনায়তনে পাঁচ কেটাগরিতে মোট ১৫ জন গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। মাগুরা জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু নাসের বেগ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুপ কুমার চ্যাটার্জি। আলোচনা সভা শেষে সম্মানিত ১৫ জন গুণী শিল্পীকে সম্মাননা হিসেবে সনদপত্র, উত্তরীয়, মেডেল ও চেক তুলে দেওয়া হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।