
জন্মভূমি ডেস্ক : মাদারীপুরে ট্রাকের চাপায় মোঃ কাবুল বেপারী (৪৫) নামের এক পথচারীর নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টায় ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর বাসস্টান্ডে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঢাকা যাওয়ার জন্য পাঁচ্চর বাসস্টান্ডের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। নিহত কাবুল বেপারী উপজেলার বন্দরখোলার রাজারচর তাহের বেপারির কান্দি এলাকার মোসলেম বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে পাঁচ্চর সংলগ্ন এক্সপ্রেসওয়ে পার হবার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, পাঁচ্চর যাত্রী ছাউনি সংলগ্ন সড়কে রাস্তা পার হতে গেলে ঢাকাগামী ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।