মাদারীপুর অফিস : মাদারীপুরের শিবচরে কাজ শুরু হওয়া ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’ প্রকল্পটি স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।
সোমবার বেলা ১২ টার দিক জেলার শিবচর উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা মেগা এই প্রকল্পটি অন্যত্র স্থানান্তর করার সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে দক্ষিনাঞ্চল বন্ধ করাসহ কঠোর আন্দোলনের হুমকি দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এন্ড হাইটেক পার্ক নির্মানে জেলার শিবচরের কুতুবপুরে ৭০.৩৪ একর জমি অধিগ্রহন করা হয়। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় ধরে প্রকল্পের কাজ শুরু হয়। এ পর্যন্ত এ প্রকল্পে প্রায় ২শ ৪৮ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে বলেও জানা যায়। সম্প্রতি প্রকল্পটি শিবচর থেকে সরিয়ে ঢাকার পূর্বাচলে নেয়া হচ্ছে’ এমন সংবাদ গণমাধ্যমে প্রচারিত হয়। এরপর থেকেই শিবচরবাসী নানা ভাবে প্রতিবাদ জানাতে থাকে। সোমবার বেলা ১২ টার দিক শিবচর উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হাজী শরীয়াতুল্লাহ এর বংশধর পীরজাদা হাফেজ মাওলানা মো: হানজালা, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ তুরাগ খান, শিবচর গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, ছাত্রনেতা আবু বকর সিদ্দিকী, মো: মহিউদ্দিন, গোলাম মাওলা, আকাশ শিকদার প্রমূখ বক্তব্য রাখেন।
মাদারীপুরের শিবচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Leave a comment