জন্মভূমি রিপোর্ট : নগরীর ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী ফটো সাংবাদিক মো. আনোয়ারুল ইসলাম কাজল বলেছেন, আজীবন মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। এলাকাবাসীর পাশে ছিলাম। এখনো আছি এবং আগামীতেও থাকবো। তিনি দোয়া ও পবিত্র ভোট প্রত্যাশী।
তিনি বলেন, জনগণ যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তা হলে ওয়ার্ডের সকল স্থানের গৃহস্থালীর ময়লা অপসারণ করে নির্ধারিত স্থানে রাখা হবে। কেসিসি’র আওতায় ওয়ার্ড বাসীকে সকল সেবা দেয়ার চেষ্টা করা হবে। সকল অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পিপলস নিউ কলনীসহ অসমাপ্ত বাড়ির হোল্ডিং নম্বর দেয়া হবে এবং বাড়ির ট্যাক্স আলোচনা সাপেক্ষে কমানোর চেষ্টা করা হবে। এই ওয়ার্ডকে মাদক মুক্ত গড়ার লক্ষে মুরব্বীদের সাথে নিয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে সমাধান করা হবে। নিরপত্তা জোরদার করা হবে। ত্রান বিতরণ, টিসিবি, ওএমএস ডিলারসহ সরকারি অনুদান অনদান নিয়মতান্ত্রিক ভাবে বিতরণের ব্যবস্থা করা হবে। পবিত্র মাহে রমজান মাসে নারীদের জন্য আলাদা নির্দিষ্ট স্থানে মসজিদে তারাবির নামেজর ব্যবস্থা করা হবে। ওয়ার্ডের সকল ড্রেন, রাস্তা ও লাইটসহ বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্ঠা করা হবে।
এলাকাবাসী জানিয়েছেন, কাজলের এলাকায় রয়েছে জনপ্রিয়তা ও সুনাম। তিনি মহামারী করোনাকালে রাতের আধারে মানুষের বাড়িতে খাবার পৌছে দিয়েছে। এলাকাবাসীর বিপদ-আপদে পাশে দাড়িয়েছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা দিয়েছেন। সাধ্যমত মানুষকের সহযোগিতা করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত থেকে মানুষের সেবা করে যাচ্ছেন।
তিনি হাজী কল্যাণ ফাউন্ডেশনের আজীবন সদস্য। ১১নং ওয়ার্ডের মসজিদ এ তৈয়্যেবাহ এর সহ-সভাপতি। খুলনা প্রেস ক্লাবের সহকারী সম্পাদক। দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র সাংবাদিক। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হিমেল তৈয়্যেবাহ যুব কল্যাণ পরিষেদের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মো. আনোয়ারুল ইসলাম কাজল সকলের কাছে দোয়া ও পবিত্র আমানত ভোট কামনা করছেন।