
জন্মভূমি রিপোর্ট : খুলনার বটিয়াঘাটা উপজেলায় নারায়ণখালী গ্রামে দত্তপাড়ার ইউনুস খানের বাড়িতে ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে ডাকাতি হওয়া ৩ লাখ ৮৯ হাজার টাকার মালামাল এখনও উদ্ধার করতে পারেনি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। থানার ওসি শওকাত কবিরের নির্দেশে অভিযান পরিচালনা করছেন ওসি (তদন্ত) জাহেদুর রহমান। তিনি ও তার সঙ্গিয় ফোর্স ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ৩ জনকে ডাকাত সন্দেহে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, রূপসার জাবুসা গ্রামের হোসেন কানার পুত্র বশির শেখ (৪২), বটিয়াঘাটার শিয়ালীডাঙ্গা গ্রামের নজরুল ফকির (৫৫) ও খারাবাদ গ্রামের ইলাহির পুত্র ইমরান (৪০)। তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, ২২ শে জুন গভীর রাতে আমীরপুর ইউনিয়নের নারায়ণখালী গ্রামে ইউনুস খানের বাড়ির গ্রিল কেটে পাঁচ ডাকাত ঘরে প্রবেশ করে। তারা বাদীর ছেলে আমীরুল ইসলাম (২৫) ও তার স্ত্রী নাইমা বেগমকে (২০) বেধে ফেলে। তাদের চিৎকারে বাদী তার রুমের দরজা খুললেই তাকে এবং তার স্ত্রীকে বেধে ফেলে। পরে আলমারীর ড্রয়ার ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা এবং খাটের নীচে রাখা একটি কাপড়ের টোপলা থেকে স্বর্ণালংকার নিয়ে নেয়। তারা যাবার আগে বাদীর স্ত্রীর কানে এবং গলায় থাকা স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায়। পরে আমিরুল ও নাইমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালাতে সক্ষম হয়। ইউনুস খান বাদী হয়ে ২৩ জুন থানায় মামলা করেন যার নম্বর ১৩/৯১ তারিখ ২৩/৬/২৩।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকাত কবির বলেন, ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়। রিমান্ডে এলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। অসুস্থ আমিরুল এবং তার স্ত্রী নাইমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা সুস্থ হলে আরও তথ্যদিয়ে সহযোগিতা করতে পারবেন।

