বাগেরহাট অফিস : জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে বাগেরহাটর নবাগত জেলা প্রশাসক মোহঃ খালিদ হোসেন মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ।
আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুঁইয়া হেমায়েত উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সরদার বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হৃশিকেশ দাস, শেখ শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান সেলিম, শিকদার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বিশ^াস, আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব শেখ প্রমুখ। সভার শুরুতে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরন করে নেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।