
জন্মভূমি ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে মুদি দোকানে পান, বিড়ি-সিগারেট ও কোমলপানীয় বিক্রির আড়ালে অবৈধভাবে দেশি মদ বিক্রির অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ সেপ্টম্বর) দুপুর ১টার দিকে কুমারখালী পৌরসভার শেরকান্দি পানবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালতকে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, শেরকান্দি পানবাজার এলাকায় দীর্ঘদিন ধরে মুদি দোকানে পান, বিড়ি, সিগারেট ও কোমলপানি বিক্রির আড়ালে অবৈধভাবে দেশি মদ বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমের মাহবুবকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, সামছুলকে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, সোহাগকে ৩০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনিক হোসেনকে ৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ইয়াকুব নামের একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, ‘মুদি দোকানের আড়ালে অবৈধভাবে দেশি মদ বিক্রির অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’