জন্মভূমি ডেস্ক
করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৪৮৪৬ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭০২ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৬১ হাজার ১৫০ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ১৯৬৭, ময়মনসিংহে ১৪৪, চট্টগ্রামে ৫৩২, রাজশাহীতে ৭৬৩, রংপুরে ২৫৮, খুলনায় ৯৯৮, বরিশালে ৭১, সিলেটে ১১৩ জন রয়েছেন।
এছাড়া মৃত্যু ৮২ জনের মধ্যে ৪২ জন পুরুষ এবং ৩৪ জন নারী। এদেরমধ্যে খুলনা বিভাগের ৩২, ঢাকায় ২১, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ১২, সিলেটে ২, রংপুরে ১, বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।
এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৭০২ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৮১০ জন এবং নারী ৩ হাজার ৮৯২ জন।
মৃত্যুর মিছিলে আরো ৭৬ জন
Leave a comment