জন্মভূমি ডেস্ক : মেহেরপুর বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) শামসুজ্জামান মিঠুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
আজ রবিবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে বিসিক শিল্প নগরীর কার্যালয়ের পাশে একটি আমগাছের ডাল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
শামসুজ্জামান মিঠুর বাড়ি ঝিনাইদহ জেলায়। গত জুলাই মাসে তিনি মেহেরপুর বিসিক শিল্প নগরির উপ-ব্যবস্থাপক হিসাবে যোগদান করেছিলেন।
মেহেরপুর বিসিক শিল্প নগরীর সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, কি কারণে এমন ঘটনা ঘটতে পারে তা বোঝা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটির আগে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) তার সঙ্গে শেষ দেখা হয়েছে। রবিবার (২০ আগস্ট) অফিসে এসে জানতে পারি তিনি গলায় ফাঁস নিয়ে মারা গেছেন। কি কারণে মৃত্যু হয়েছে তা সঠিক ভাবে বলা সম্ভব হচ্ছে না।
ওসি সাইফুল ইসলাম জানান, বিসিক শিল্প নগরীর ক্ষুদ্র শিল্প এলাকার আম গাছের ডাল থেকে শামসুজ্জামান মিঠুর নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।