জন্মভূমি ডেস্ক : ৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। গত শনিবার মধ্যরাতে মাদক কারবারি মহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার শোলমারী গ্রামের বাঙ্গালপাড়া এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে মহিদুল ইসলাম (৪৫), ফরমান মালিথার ছেলে চাঁদ আলী (৫৬) ও মৃত সিয়াম আলীর ছেলে সেলিম রেজা (৪০)।
এসআই তৌহিদুল ইসলাম বলেন, মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের অভিযান টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি জানান, আটক চাঁদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় ২টি ও গাংনী থানায় ২টিসহ ৪ টি মামলা, সেলিম ও মহিদুলের বিরুদ্ধে সদর থানায় ২টি করে মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন। হেরোইন জব্দের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ৮ ক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার তিন মাদক কারবারিকে রবিবার আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।