
মোংলা প্রতিনিধি : মোংলা প্রেস ক্লাবের (২০২৩-২৪) বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি আহসান হাবিব হাসান(জনকন্ঠ) ও সাধারণ সম্পাদক মো: হাসান গাজী ( ভোরের কাগজ/ দৈনিক জন্মভূমি) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে মো: একরামুল হক (দিনকাল), সহ-সাধারণ সম্পাদক পদে মো: জাহিদুল ইসলাম খান( ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক পদে মো: ওমর ফারুক (অর্নিবান), কোষাধক্ষ পদে শফিকুল ইসলাম শান্ত (দক্ষিনাঞ্চল প্রতিদিন), সদস্য পদে( সাবেক সাধারণ সম্পাদক) আমির হোসেন আমু (যুগান্তর) ও সদস্য এমএম ফিরোজ( গ্রামের কাগজ) নির্বাচিত হয়েছেন। গত ২৬ নভেম্বর প্রেস ক্লাবের এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দফায় ৬টি পদে বিজয়ী হলেও সমান সংখ্যক ভোট হওয়ায় সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে ৩০ নভেম্বর পূনরায় ভোট আয়োজন করা হয়। তবে ভোটের আগেই প্রতিদ্বন্ধি প্রার্থীরা সমঝতায় যাওয়ায় উল্লেখিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রেস ক্লাব হল রুমে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: জুবাইর হোসেন নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আইসিটি কর্মকর্তা সৌমিত্র বিশ্বাস ও সদস্য মোংলা পৌর সভার কালেক্টর ও ট্র্যাক্সেস মো: মহসীন হোসেন উপস্থিত ছিলেন। অনাড়ম্বর এ শপথ অনুষ্ঠানে প্রতিদ্ধন্ধি প্রার্থী ও সাধারণ সদস্য ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

