মোরেলগঞ্জ প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবুল হাসনাত, সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশিকুর রহমান ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার রায়, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, নিহার রঞ্জন হালদার ও অধ্যাপক বেদান্ত হালদার। সাংবাদীক গনেশ পাল প্রমুখ। এ বছর মোরেলগঞ্জে ৭৬টি মন্ডোপ প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পুলিশ, আনসার, ও সেচ্ছাসেবকসহ তিন স্তরের নিরাপত্তা ব্যাবস্থা।