এনায়েত করিম রাজিব, মোরেলগঞ্জ : বাগেহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম নামে নতুন একটি অরাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই সংগঠন আত্মপ্রকাশ করে।
উপজেলার সন্ন্যাসী এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খুলনার টাইফুন শিল্পী গোষ্ঠী। সংগীত পরিবেশনের ফাঁকে ফাঁকে ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
সংগীত পরিবেশন পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন, মো. মোস্তফা জামান খান, আবুবকর মো. আব্দুলহ, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক মো. সাইফুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, এইচ ইমাম রিয়াজ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আব্দুন নুর।