
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের থেকে জোপূর্বক মাছ ধরতে বাঁধা দেওয়ায় রুনা বেগম (৩৭) নামে এক গৃহিনীকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। গত বুধবার সকাল ৮টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত গৃহিনীকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত ও দুটি কান কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারপিটের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জখমী গৃহিনী জানান, তাদের বসতবাড়ি সংলগ্ন একটি ঘেরে তারা মাছ চাষ করেছেন। প্রতিবেশি রহিম হাওলাদার ওই ঘের থেকে মাছ ধরে নেওয়ার সময় রুনা বেগম বাঁধা দিলে তার ওপর হামলা করে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।