মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমের ৩০ পিস ট্যাবলেট সেবন করে প্রাণ গেলো কলেজ ছাত্র রায়হান সরদার বাবু (২৪)। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি। ঘটনাটি ঘটেছে বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামে শনিবার দুপুরে পুলিশ মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।
নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার দুপুরে বাবু বাড়ি থেকে বের হয়ে ফুলহাতা বাজারের কিছুক্ষণ সময় পেড়িয়ে নিজ ঘরে তার রুমে দরজা বন্ধ করে ৩০ পিচ ট্রিপট্রিন ২৫ এমজি (ঘুমের) ওষুধ সেবন করে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা ৬টার দিকে তার পিতা কালাম হোসেন ছেলেকে অনেক ডাকাডাকি করেও তার সাড়াশব্দ পায়নি। এক পর্যায়ে বসতঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় মাথার কাছে ওষুধের পাতা এবং অচেতন হয়ে পড়ে রয়েছে। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য জেলা শহরে নেওয়ার পথিমধ্যে মল্লিকের বেড নামকস্থানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত রায়হান সরদার বাবু সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো: সাইদুর রহমান বলেন, ওই ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরহেদ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলাও দায়ের হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, মাইগ্রেণ সমস্যা (ঘুম কম হলে) অতিরিক্ত টেনশনে ট্রিপট্রিন খেতে পারে। তবে, অতিরিক্ত সেবন করলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। সে ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটে। ওষুধ বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসেকর প্রেসক্রিপশনের আলোকে এ ওষুধ বিক্রি করতে হবে।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, ফার্মেসী গুলোর লাইসেন্স না থাকা, ওষুধ বিক্রি করার বিধি মালা অমান্যের ক্ষেত্রে। স্বাস্থ্য দপ্তর ও ড্রাগ এন্ড কেমিষ্টের দেখভালের দায়িত্ব রয়েছে। একজন ছাত্রের মর্মান্তিক মৃত্যুর খবর শুনেছি। প্রশাসনিকভাবে স্বাস্থ্য দপ্তরের সাথে সমন্বয়ে ফার্মেসীগুলোতে অভিযান চালানো হবে।