মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধন ও ২দিন ব্যাপী (১৩,১৪ জানুয়ারি ) বিজ্ঞান মেলা,বিজ্ঞান অলিম্পিয়াড এবং জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার আঞ্জুমানারা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাইন্টিফিক অফিসার এ এইচ এম মোল্লা জামাল,সিনিয়র ইন্ডাট্রিয়াল অফিসার মাসুদুর রহমান।
এসময় অনন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এতে উপজেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।